ব্যথার নুরী -১
ব্যথার নুরী -১
====================@@@
(১)
নিশীথে যখন এ’ ধরণী চেয়ে
পায় নাকো কোন সাড়া,
চন্দ্রিমা খুঁজে পোষা শুক পাখি
আমি তারই পাশে তারা।
(২)
ও’ সিতারা যদি বুঝতোই যেচে
সন্ধ্যার কতো তোড়,
হয়তো বা আজ ছেঁড়া অন্তর
সইতো না ঘনঘোর।
(৩)
হৃদয়ের কথা বিধাতা-ই বুঝে
আর যদি বুঝে কেউ,
তারও মাঝে পাবে আপনাকে খুঁজে
বইলেও ক্ষ্যাপা ঢেউ।
(৪)
তোমরা তো দ্যাখো সুদূরে আকাশ
আমি দেখি এই বুকে,
নইলে কি যেতো আহত আকুতি
বারে বারে ধুকপুকে?
(৫)
তোমাকে খোঁজার ছটফটে আশে
ছিলো না বলেই ছল,
সারাটা জীবন টেনে গেনু আড়ে
দু’চোখের লোনা জল।
====================@@@
(১)
নিশীথে যখন এ’ ধরণী চেয়ে
পায় নাকো কোন সাড়া,
চন্দ্রিমা খুঁজে পোষা শুক পাখি
আমি তারই পাশে তারা।
(২)
ও’ সিতারা যদি বুঝতোই যেচে
সন্ধ্যার কতো তোড়,
হয়তো বা আজ ছেঁড়া অন্তর
সইতো না ঘনঘোর।
(৩)
হৃদয়ের কথা বিধাতা-ই বুঝে
আর যদি বুঝে কেউ,
তারও মাঝে পাবে আপনাকে খুঁজে
বইলেও ক্ষ্যাপা ঢেউ।
(৪)
তোমরা তো দ্যাখো সুদূরে আকাশ
আমি দেখি এই বুকে,
নইলে কি যেতো আহত আকুতি
বারে বারে ধুকপুকে?
(৫)
তোমাকে খোঁজার ছটফটে আশে
ছিলো না বলেই ছল,
সারাটা জীবন টেনে গেনু আড়ে
দু’চোখের লোনা জল।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৪/০৩/২০২৩অসাধারণ লেখনশৈলী।
-
ফয়জুল মহী ২১/০১/২০২৩চমৎকার লিখেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০১/২০২৩ভাল।
-
রাফিয়া নূর পূর্বিতা ২১/০১/২০২৩Sundor