রুবাইয়াত-ই-বোরহান (বাসনা ও চাই না হতে)
রুবাইয়াত-ই-বোরহান
=============================@@@
(১) বাসনা
দিলাম সঁপে গোর খুঁড়ে এই সাধের দেহ হাড় পেশী,
দাও বিধি জ্ঞান বিনিময়ে চাই না তাও খুব বেশী!
বাঁধবো ভজে শান যা তোমার ক্ষুদ্র এ’ মোর বাসনা,
রয়েই যাবে নইলে যে শ্বাস আপন ঘরে ভিনদেশী!
(২) চাই না হতে!
বাম পেতে চাম মজলে প্রভু পেয়ে রিপুর আশকারা,
আপন মেনে মুক এ’ হৃদে দিও জ্ঞানের সেই ধারা!
নাও পেলে শেষ এই জনমে তপ্ত সুখের ফের দেখা,
ভুল করে হোক চাই না হতে পরকে বেচার বাটখারা!
=============================@@@
(১) বাসনা
দিলাম সঁপে গোর খুঁড়ে এই সাধের দেহ হাড় পেশী,
দাও বিধি জ্ঞান বিনিময়ে চাই না তাও খুব বেশী!
বাঁধবো ভজে শান যা তোমার ক্ষুদ্র এ’ মোর বাসনা,
রয়েই যাবে নইলে যে শ্বাস আপন ঘরে ভিনদেশী!
(২) চাই না হতে!
বাম পেতে চাম মজলে প্রভু পেয়ে রিপুর আশকারা,
আপন মেনে মুক এ’ হৃদে দিও জ্ঞানের সেই ধারা!
নাও পেলে শেষ এই জনমে তপ্ত সুখের ফের দেখা,
ভুল করে হোক চাই না হতে পরকে বেচার বাটখারা!
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৫/১০/২০২৩অনিন্দ্যসুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/১০/২০২৩অপূর্ব
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/১০/২০২৩অসাধারণ লেখনীর প্রকাশ।