বাঘের দৌড়
বাঘের দৌড়
===================@@@
সুজল গাঁয়ে করতো বাস এক
ভীষণ পাজি বাঘ,
রোজ সে খেতো চুরি করে
পরের ভেড়া ছাগ।
এক নিশীথে চুপিসারে
ঢুকলো বুড়ির ঘরে,
ছাগ ছিলো তার পাশেই শুয়ে
চুপটি খাটের পরে।
ডাকলো বুঝেই ব্যা,
ঘুমের ঘোরে কয় বুড়ি তুই
চিন্তা করিস ক্যা!
কাক ভাবে এ ভীষণ বিপদ
দেখেই বাঘের দৌড়,
টুনটুনিটা? জানান দিলো
’ভোর হয়েছে ভোর!’
===================@@@
সুজল গাঁয়ে করতো বাস এক
ভীষণ পাজি বাঘ,
রোজ সে খেতো চুরি করে
পরের ভেড়া ছাগ।
এক নিশীথে চুপিসারে
ঢুকলো বুড়ির ঘরে,
ছাগ ছিলো তার পাশেই শুয়ে
চুপটি খাটের পরে।
ডাকলো বুঝেই ব্যা,
ঘুমের ঘোরে কয় বুড়ি তুই
চিন্তা করিস ক্যা!
কাক ভাবে এ ভীষণ বিপদ
দেখেই বাঘের দৌড়,
টুনটুনিটা? জানান দিলো
’ভোর হয়েছে ভোর!’
অনন্য সাধারণ উপস্থাপনায়
মন ছুয়ে গেল পাঠে প্রিয়