বাঁচার সুখ (অণু)
বাঁচার সুখ (অণু)
====================@@@
ইচ্ছে মতো মনটাকে রোজ
রিপুই যদি নাচায়,
লাভ কি রে তোর বোদ্ধা হয়ে
দাস সেজে তা যাচায়?
তারচে’ বিবেক যাতায় ছেঁচে
ভবের হাটে সব দে বেচে
তারপর না হয় লাউ হয়ে ঝুল
নিঃস্ব বুড়ির মাচায়,
বুঝবি তবু সুখ কারে কয়
হোক ক’টা দিন বাঁচায়!!
====================@@@
ইচ্ছে মতো মনটাকে রোজ
রিপুই যদি নাচায়,
লাভ কি রে তোর বোদ্ধা হয়ে
দাস সেজে তা যাচায়?
তারচে’ বিবেক যাতায় ছেঁচে
ভবের হাটে সব দে বেচে
তারপর না হয় লাউ হয়ে ঝুল
নিঃস্ব বুড়ির মাচায়,
বুঝবি তবু সুখ কারে কয়
হোক ক’টা দিন বাঁচায়!!
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/১২/২০২১খুব সুন্দর লিখেছেন।
-
জামাল উদ্দিন জীবন ০৪/১১/২০২১অপূর্ব লেখা।
-
অভিজিৎ হালদার ০৩/১১/২০২১ওহ ভালো
-
আলমগীর সরকার লিটন ০৩/১১/২০২১সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ০৩/১১/২০২১বাহ্ ! অপূর্ব প্রকাশ