অভিমানের জল
অভিমানের জল
====================@@@
সেই যে মাগো চলে গেলি
আসবো বলে ফের,
সেদিন থেকেই টানছে এ মন
ছিন্ন কাঁথার জের!
অনেক ভাবি তোর কথা রোজ
এঁকে সবুজ মাঠ,
বুকখানি আজ তবু আমার
নৌকা হারা ঘাট!
গুড়গুড়ে মেঘ যতোই আনুক
খলশে পুঁটির ঢল,
অক্ষিতে তাই আর জমে না
অভিমানের জল!
====================@@@
সেই যে মাগো চলে গেলি
আসবো বলে ফের,
সেদিন থেকেই টানছে এ মন
ছিন্ন কাঁথার জের!
অনেক ভাবি তোর কথা রোজ
এঁকে সবুজ মাঠ,
বুকখানি আজ তবু আমার
নৌকা হারা ঘাট!
গুড়গুড়ে মেঘ যতোই আনুক
খলশে পুঁটির ঢল,
অক্ষিতে তাই আর জমে না
অভিমানের জল!
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১১/২০২২ভাল।
-
অভিজিৎ হালদার ১৬/১০/২০২২বেশ সুন্দর
-
ফয়জুল মহী ১৬/১০/২০২২অসাধারণ উপস্থাপন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/১০/২০২২খুব সুন্দর প্রকাশ।