আসছে শীত
আসছে শীত
===================@@@
আসছে ধেয়ে শীত
গায় না পাখি গীত
মেঘ খুঁজে না কোন সুদূরে ঘর,
নামছে রাতে হিম
চন্দ্র পাড়ে ঝিম
সূর্য বুঝি ভুলছে ভোরের দর।
ঝরছে গাছের পাত
নেই গো-ছাগের জাত
হংস যাচে এক কাতারেই ওম,
বন্ধ পুষির নাক
কোথায় পথের বাঁক?
কাক ভাবে তার পড়ছে কিনা দম।
===================@@@
আসছে ধেয়ে শীত
গায় না পাখি গীত
মেঘ খুঁজে না কোন সুদূরে ঘর,
নামছে রাতে হিম
চন্দ্র পাড়ে ঝিম
সূর্য বুঝি ভুলছে ভোরের দর।
ঝরছে গাছের পাত
নেই গো-ছাগের জাত
হংস যাচে এক কাতারেই ওম,
বন্ধ পুষির নাক
কোথায় পথের বাঁক?
কাক ভাবে তার পড়ছে কিনা দম।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৯/১১/২০২২অনুপম অনুভূতির নান্দনিক প্রকাশ কবি।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১১/২০২২ভাল লাগল।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/১১/২০২২সুন্দর কবি দা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/১১/২০২২বেশ শীতের ছবি। ধন্যবাদ রইল।