আশার বন্ধু
আশার বন্ধু
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
ওরাই করে লেনা-দেনা
রোজ চাপিয়ে আমার ঘাড়ে দোষ,
বলতে গেলেই হামলে পড়ে
গর্বে করে সাপের মতো ফোঁস।
মানবো না হয় বন্ধু তবু
করলে দু’কাল পরশি হয়ে বাস,
ডাক দিলে কয় থাকবো মোরা
যদ্দিন আছে তোর জীবনের আশ।
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
ওরাই করে লেনা-দেনা
রোজ চাপিয়ে আমার ঘাড়ে দোষ,
বলতে গেলেই হামলে পড়ে
গর্বে করে সাপের মতো ফোঁস।
মানবো না হয় বন্ধু তবু
করলে দু’কাল পরশি হয়ে বাস,
ডাক দিলে কয় থাকবো মোরা
যদ্দিন আছে তোর জীবনের আশ।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ০৯/০২/২০২১দারুণ ছন্দময় লেখনি হে সুপ্রিয়।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০২/২০২১ভালো
-
ফয়জুল মহী ০৯/০২/২০২১মনোমুগ্ধকর উপস্থাপন
-
ন্যান্সি দেওয়ান ০৯/০২/২০২১Darun