www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আষাঢ়ের দিন

আষাঢ়ের দিন
বোরহানুল ইসলাম লিটন
===================৥৥৥

আকাশের বুকে দোড়ায়ে চলেছে
সাদা মেঘেদের ভেলা,
আড়ি পেতে সদা সূর্য করিছে
ছায়া আলোকের খেলা।

কেঁদে ঝরিতেছে বৃষ্টি অঝোর
কখনো প্রখর রোদ,
প্রকৃতির মন সদা চঞ্চলে
হারায়ে ফেলেছে বোধ।

ঢলের পানিতে নদী ভর ভর
ভরা ফসলের মাঠ,
নৌকা রাঙিয়ে গঞ্জের মাঝি
সাজিয়ে তুলেছে ঘাট।

গাছের শাখায় বাতাসের তালে
দেখে সবুজের খেলা,
লুকোচুরি খেলে সূর্যটা হেসে
গড়ায়ে চলেছে বেলা।

মাঠের কিনারে নীরবে ভিজিতে
গরু মহিষের দল,
ক্ষণে ক্ষণে যেন সজোরে ডাকিয়া
পরখ করিছে গল।

ফল ফুল চুয়ে গড়িতেছে পানি
নেই পাখালির খোঁজ,
এমনি ভাবেই পেরিয়ে চলেছে
আষাঢ়ের দিন রোজ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৬/২০২০

মন্তব্যসমূহ

  • চমৎকার।
  • আষাঢ়ের সুন্দর বর্ণনা।
  • খুবই ‍উপভোগ্য লেখনি।
  • চমৎকার লাগলো!
  • ফয়জুল মহী ২৭/০৬/২০২০
    Excellent
  • Md. Rayhan Kazi ২৭/০৬/২০২০
    লেখনীতে মুগ্ধতার বহিঃপ্রকাশ
 
Quantcast