অন্তিম আরজি (ট্রায়োলেট)
অন্তিম আরজি (ট্রায়োলেট)
====================@@@
তিরতির করে কাঁপে জননীর সুখ,
তবু যায় বারে বারে ধীরতার দোরে।
ভাবে বুঝি এই হয় লেখনী বিমুখ!
তিরতির করে কাঁপে জননীর সুখ।
’আমার খোকারে প্রভু দিও না গো দুখ’
আরজি যাবে সে বলে অন্তিমে গড়ে,
তিরতির করে কাঁপে জননীর সুখ,
তবু যায় বারে বারে ধীরতার দোরে।
====================@@@
তিরতির করে কাঁপে জননীর সুখ,
তবু যায় বারে বারে ধীরতার দোরে।
ভাবে বুঝি এই হয় লেখনী বিমুখ!
তিরতির করে কাঁপে জননীর সুখ।
’আমার খোকারে প্রভু দিও না গো দুখ’
আরজি যাবে সে বলে অন্তিমে গড়ে,
তিরতির করে কাঁপে জননীর সুখ,
তবু যায় বারে বারে ধীরতার দোরে।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০৪/০৩/২০২২অনুভূতি ভালো
-
আলমগীর সরকার লিটন ০৩/০৩/২০২২খুব সুন্দর নিজস্বতা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৩/২০২২সুন্দর প্রকাশ।
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৩/২০২২সুন্দর