www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অংশীদার

অংশীদার
=====================@@@

জীব তো বলেই ভাগ যা আমার
কেনেই দিবো ছাড়ি!
হলেও তাদের সারি,
তবু) আমি কি তা পারি?
নিত্য ছুঁড়ে আড়ি,
এই হৃদে এক প্রশ্ন জেগে
করলে খবরদারি!

চাঁদ মামা কয় ’দেখবি রে আয়
কেমন জীবন খোকার!’
বলছো নয় এ’ ধোকার?
যদি) মাংস ও হাড় পোকার,
মর্যাদা মান সবার,
আর যা জমা পাপ কালিমা
আস্ত কোন বোকার!

না হলে বোধহীন,
থাকলো কি ভাই আমার বলে
গর্বে যা রঙিন?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৫/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast