অন্ধ কেলে
অন্ধ কেলে (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
অন্ধ কেলে গন্ধে করে
দীন দুখীদের খোঁজ,
ধর্ম দিয়ে চর্ম হরে
ছন্দ দিয়ে দ্বন্দ্ব গড়ে
নিত্য করায় ভোজ।
স্বার্থে তবু ব্যর্থ হলে
গড়তে মেকির মান,
দর্প হৃদয় সর্পে খেলে
লগ্নি দেখে অগ্নি জ্বেলে
গর্বে বাজায় গান।
অজ্ঞতাকে বিজ্ঞে যদি
মানতে না চায় কেউ,
শব্দ মুখের জব্দ করে
শক্তে চালায় ভক্ত গড়ে
সৎ নিধনের ঢেউ।
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
অন্ধ কেলে গন্ধে করে
দীন দুখীদের খোঁজ,
ধর্ম দিয়ে চর্ম হরে
ছন্দ দিয়ে দ্বন্দ্ব গড়ে
নিত্য করায় ভোজ।
স্বার্থে তবু ব্যর্থ হলে
গড়তে মেকির মান,
দর্প হৃদয় সর্পে খেলে
লগ্নি দেখে অগ্নি জ্বেলে
গর্বে বাজায় গান।
অজ্ঞতাকে বিজ্ঞে যদি
মানতে না চায় কেউ,
শব্দ মুখের জব্দ করে
শক্তে চালায় ভক্ত গড়ে
সৎ নিধনের ঢেউ।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/১০/২০২০বাস্তবতার প্রকাশ।
-
পি পি আলী আকবর ২৮/১০/২০২০সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১০/২০২০ভালো।
-
ফয়জুল মহী ২৮/১০/২০২০খুবই সুন্দর