www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -৩৭ (অন্ধ বিশ্বাস)

টুকরো কথা -৩৭ (অন্ধ বিশ্বাস)
============================@@@

অঢেল যত্নে -
পোক্ত লাউয়ের খোল দিয়ে
নিজ হাতে গড়েছিলাম একতারা -
তোমায় বাঁধবো বলে!

ক্লান্তি ভুলে -
হৃদয়ের প্রকোষ্ঠে থরে থরে সাজিয়েছিলাম
আষাঢ়ে পদ্মার বলিহারি সুর -
তোমায় বাঁধবো বলে!

হিম হিম আদরে -
অদামি বুকের এই ভাঙা পিঞ্জিরায়
পুষেছিলাম মায়াধারী এক দোয়েল -
তোমায় বাঁধবো বলে!

একটিবারও কি ভেবেছিলাম -
শিশির স্নাত শাপলা ফুলে
থাকতে পারে তোমার কিঞ্চিত অরুচি?

এভাবেই হারে হয়তো অন্ধ বিশ্বাস -
’পরম কাঙ্খিত ধন হিসেবে পাথুরে পথে ভেবে ভেবে
যখন জানতে পারে -
পরিবহন হলেও স্লেজ গাড়ি, আসলে তা চাকাবিহীন!’
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast