www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার নবীর শান

আমার নবীর শান
====================@@@

আমার নবীর মুখ,
স্বপ্নের মাঝে দেখেছে যেজন
সেও ভুলেছে যা দুখ।

যে পেয়েছে কিছু হৃদে পুষে তার
অমিয় বাণীর সুধা,
তুচ্ছ করে সে স্বার্থের মায়া
শিকায় তুলেছে ক্ষুধা।

চুপিসারে যদি করতে চেয়েছে
সদাচারে কেউ ক্ষত,
স্বর্গের ঘ্রাণ দিনে দিনে পেয়ে
হয়েছে যে অনুগত।

জেনে বুঝে আজ গাফেল যে যারা
দম্ভের ধারে ভাই,
চেয়েও অমন বোকা কি গো পাবে
ধরণীতে খুঁজে তাই!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৪/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast