আমার নবীর শান
আমার নবীর শান
====================@@@
আমার নবীর মুখ,
স্বপ্নের মাঝে দেখেছে যেজন
সেও ভুলেছে যা দুখ।
যে পেয়েছে কিছু হৃদে পুষে তার
অমিয় বাণীর সুধা,
তুচ্ছ করে সে স্বার্থের মায়া
শিকায় তুলেছে ক্ষুধা।
চুপিসারে যদি করতে চেয়েছে
সদাচারে কেউ ক্ষত,
স্বর্গের ঘ্রাণ দিনে দিনে পেয়ে
হয়েছে যে অনুগত।
জেনে বুঝে আজ গাফেল যে যারা
দম্ভের ধারে ভাই,
চেয়েও অমন বোকা কি গো পাবে
ধরণীতে খুঁজে তাই!
====================@@@
আমার নবীর মুখ,
স্বপ্নের মাঝে দেখেছে যেজন
সেও ভুলেছে যা দুখ।
যে পেয়েছে কিছু হৃদে পুষে তার
অমিয় বাণীর সুধা,
তুচ্ছ করে সে স্বার্থের মায়া
শিকায় তুলেছে ক্ষুধা।
চুপিসারে যদি করতে চেয়েছে
সদাচারে কেউ ক্ষত,
স্বর্গের ঘ্রাণ দিনে দিনে পেয়ে
হয়েছে যে অনুগত।
জেনে বুঝে আজ গাফেল যে যারা
দম্ভের ধারে ভাই,
চেয়েও অমন বোকা কি গো পাবে
ধরণীতে খুঁজে তাই!
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৪/২০২২বিরাট সৌভাগ্যবান হবেন তিনি।
-
ফয়জুল মহী ১৮/০৪/২০২২চমকপ্রদ ভাষায় সাবলীল উপস্থাপন বেশ লাগলো
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৪/২০২২অপূর্ব প্রকাশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/০৪/২০২২খুব সুন্দর প্রকাশ
-
আলমগীর সরকার লিটন ১৬/০৪/২০২২সুন্দর কবি দা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০৪/২০২২দারুন