আমার গাঁ
আমার গাঁ
===================@@@
আমার গাঁয়ের দুই দিকেতে
নৌকা দুলে নদীর ঘাটে,
অব্দ ভরই ঝির ঝিরে বায়
সবজি নাচে শ্যামল বাটে।
ফুল পাকা ফল সজীব শাখে
পাতার তালে করে খেলা,
ঘাস ফড়িঙের দুষ্টুমিতে
ছাগ ভুলে পথ সাঁঝের বেলা।
সবুজ মাঠেই সূর্য জাগে
যায় ডুবে ফের গাছের আড়ে,
হরেক পাখি গান গেয়ে ক্ষণ
সরস রাখে কাজের সারে।
দিনে ব্যাকুল ঢেউ ধারা রোজ
আশায় গড়ে মেঘের ঘুড়ি,
চাঁদ জোনাকির ঝলকানিতে
রাত হয়ে যায় স্বপ্নপুরী।
===================@@@
আমার গাঁয়ের দুই দিকেতে
নৌকা দুলে নদীর ঘাটে,
অব্দ ভরই ঝির ঝিরে বায়
সবজি নাচে শ্যামল বাটে।
ফুল পাকা ফল সজীব শাখে
পাতার তালে করে খেলা,
ঘাস ফড়িঙের দুষ্টুমিতে
ছাগ ভুলে পথ সাঁঝের বেলা।
সবুজ মাঠেই সূর্য জাগে
যায় ডুবে ফের গাছের আড়ে,
হরেক পাখি গান গেয়ে ক্ষণ
সরস রাখে কাজের সারে।
দিনে ব্যাকুল ঢেউ ধারা রোজ
আশায় গড়ে মেঘের ঘুড়ি,
চাঁদ জোনাকির ঝলকানিতে
রাত হয়ে যায় স্বপ্নপুরী।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১১/২০২২ভাল।
-
মেহেদী হাসান (দিশারী) ১৭/১১/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ১৬/১১/২০২২Excellent
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/১১/২০২২সুন্দর গাঁয়ের ছবি।ধন্যবাদ।
-
মাহতাব বাঙ্গালী ১৬/১১/২০২২Still beautiful out village culture; nice to read your poetic expression