আমার দেশ
আমার দেশ
====================@@@
এই দেশ আমার জন্মভূমি
বাংলা মুখের ভাষা,
শ্বাস এনে দেয় বুকের কোণে
বাপ ও মায়ের আশা।
নদী নালা খাল বিল হাওর
নিত্য গড়ে স্মৃতি,
প্রাণ করে দান সখ্যতাকে
সবুজ মাঠের গীতি।
দোল খেয়ে বয় স্বপ্ন আশা
বট বিরিক্ষির জটে,
শ্যামলা গায়ের রূপ আঁকে মাছ
স্বচ্ছ বিলের পটে।
====================@@@
এই দেশ আমার জন্মভূমি
বাংলা মুখের ভাষা,
শ্বাস এনে দেয় বুকের কোণে
বাপ ও মায়ের আশা।
নদী নালা খাল বিল হাওর
নিত্য গড়ে স্মৃতি,
প্রাণ করে দান সখ্যতাকে
সবুজ মাঠের গীতি।
দোল খেয়ে বয় স্বপ্ন আশা
বট বিরিক্ষির জটে,
শ্যামলা গায়ের রূপ আঁকে মাছ
স্বচ্ছ বিলের পটে।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০৭/২০২৩অসাধারণ লাগল।
-
আব্দুর রহমান আনসারী ১৭/০৭/২০২৩তুলনাহীন লেখা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০৭/২০২৩দুর্দান্ত
-
ফয়জুল মহী ১৬/০৭/২০২৩সুন্দর লিখেছেন
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৭/২০২৩বেশ ভালো লেখা