www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের সোনাচাঁদ (তোটক)

আমাদের সোনাচাঁদ (তোটক)
=======================@@@

আমাদের সোনাচাঁদ অতি নয় সাধারণ,
পদে তার জেগে রয় সদাশয় বাঘা পণ।
খালি পা’য় দিতে দৌড় যেচে ভোর করে খোঁজ,
বেলা তিন গড়ে নেয় কথা হীন খানা রোজ।

প্রতিদিন মাঠে ধায় নিয়ে মোষ গেয়ে গান,
ফ্যালে ধাপ মেনে তাল যদি চায় পাকা ধান।
ধরে মাছ পেলে ফাঁক বিলে টুপ ফেলে জাল,
জেনো বেশ পটু তার কড়া হাত ধরে হাল।

ঠেলে নাও কাটে ঘাস আষাঢ়ের রুখে ঢেউ,
ছুটে যায় দ্বিধাহীন দিলে ডাক কামে কেউ।
অপরের হলে রোগ পাশে রয় ফেলে সব,
দুখীদের দিয়ে বুক খুঁজে ধীর অনুভব।

খ্যালে বল ভালো ঢের লোকে কয় বলবান,
মায়াময় দু’টি চোখ গোধুলীর চষে প্রাণ।
সকলের প্রিয় মুখ জেগে রয় খুলে দ্বার,
তোটকের সুরে আজ ছড়ালাম কথা তার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৭/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast