www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের মুনতাহা

আমাদের মুনতাহা!
========================@@@

আমাদের ‍মুনতাহা ছোট কি সে’ অতো!
পড়তে পারে সে আজ লিখে অবিরত।
ক খ গ ঘ ঠোঁটে তার
মানে না ছড়ায়ও হার
গল্পে যে বড় পাকা বুড়ি মার মতো।
আমাদের ‍মুনতাহা ছোট কি সে’ অতো!

গুনতে ভীষণ পটু সুরে এক দুই,
পেন্সিল পেলে আঁকে পুঁটি বা কি রুই।
এ বি সি ডি যদি পড়ে
বেলা হয় ধড়ফড়ে
গানের শব্দে ভুলে নিশি তার ক্ষত।
আমাদের ‍মুনতাহা ছোট কি সে’ অতো!

খেলাপাতি খ্যালে বসে নীরবে বিকালে,
নিশীথে চন্দ্র তাই টিপ দেয় ভালে।
পাশে জেগে দুটি পুষি
আব্দারে থাকে খুশি
খায় বলে একা ভাত ভুলে জেদ যতো।
আমাদের ‍মুনতাহা ছোট কি সে’ অতো!

(কবিতাটি আমার ভাতিজীকে নিয়ে লেখা)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০২/২০২২

মন্তব্যসমূহ

  • অনেক সুন্দর লেখা
  • ফয়জুল মহী ১৭/০২/২০২২
    অনেক ভালো লেগেছে।
  • মুনতাহার জন্য শুভ কামনা রইলো ও একটু আদর।
  • Md. Rayhan Kazi ১৭/০২/২০২২
    দারুণ
  • শুভজিৎ বিশ্বাস ১৬/০২/২০২২
    অসাধারণ
  • খুব সুন্দর প্রকাশ।
 
Quantcast