আলাদিনের চেরাগ পেলে
আলাদিনের চেরাগ পেলে
====================@@@
পেতাম যদি আলাদিনের
চেরাগ আমি হাতে,
নির্জনে খুব ঘষা দিতাম
একলা বসে রাতে।
দৈত্য এসে বললে তাতে
চাই কি হুজুর সোনা?
বলতাম আগে ক’ দেখি তুই
অশ্রু কেন লোনা?
না হলে ওর জবাবটা ঠিক
আমার মনের মতো,
হুকুম পেতো ’আন কবি মন’
ভাবতে অবিরত!
জানি তখন চুল না টেনেই
ধরতো চরণ দু’টি,
রাগ না করে দিতাম তারে
একটা দিনের ছুটি।
====================@@@
পেতাম যদি আলাদিনের
চেরাগ আমি হাতে,
নির্জনে খুব ঘষা দিতাম
একলা বসে রাতে।
দৈত্য এসে বললে তাতে
চাই কি হুজুর সোনা?
বলতাম আগে ক’ দেখি তুই
অশ্রু কেন লোনা?
না হলে ওর জবাবটা ঠিক
আমার মনের মতো,
হুকুম পেতো ’আন কবি মন’
ভাবতে অবিরত!
জানি তখন চুল না টেনেই
ধরতো চরণ দু’টি,
রাগ না করে দিতাম তারে
একটা দিনের ছুটি।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/০১/২০২৩বেশ ভাল ভাবনা।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১২/২০২২ভালো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/১২/২০২২বেশ!!
-
ফয়জুল মহী ১৭/১২/২০২২অসাধারণ অনুভূতির নান্দনিক উপস্থাপন।
-
তাবেরী ১৭/১২/২০২২বেশ