www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলাদিনের চেরাগ পেলে

আলাদিনের চেরাগ পেলে
====================@@@

পেতাম যদি আলাদিনের
চেরাগ আমি হাতে,
নির্জনে খুব ঘষা দিতাম
একলা বসে রাতে।

দৈত্য এসে বললে তাতে
চাই কি হুজুর সোনা?
বলতাম আগে ক’ দেখি তুই
অশ্রু কেন লোনা?

না হলে ওর জবাবটা ঠিক
আমার মনের মতো,
হুকুম পেতো ’আন কবি মন’
ভাবতে অবিরত!

জানি তখন চুল না টেনেই
ধরতো চরণ দু’টি,
রাগ না করে দিতাম তারে
একটা দিনের ছুটি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast