অকূলে-আঁধারে
অকূলে-আঁধারে
=====================@@@
গগনে জমিনে আছো তুমি বসে
যদিও দাও না দেখা,
ঘন এ’ আঁধারে তবু অনুভবে
তোমারি পাই যে রেখা!
বিশ্বাস সে তো বারে বারে বলে
থামাস্ নে ওই তরী,
তার কৃপা কভু রুখতে কি পারে
নিষ্ঠুর বিভাবরী?
=====================@@@
গগনে জমিনে আছো তুমি বসে
যদিও দাও না দেখা,
ঘন এ’ আঁধারে তবু অনুভবে
তোমারি পাই যে রেখা!
বিশ্বাস সে তো বারে বারে বলে
থামাস্ নে ওই তরী,
তার কৃপা কভু রুখতে কি পারে
নিষ্ঠুর বিভাবরী?
কিন্তু আরো দরকার ছিল কাব্য রস খুজতে খুজতে হারিয়ে গেলো ।