আজ এ’ রাতি
আজ এ’ রাতি
===========================@@@
মুখটি রেখে গাছের আড়ে ছন্দ তুলে চপল পায়,
কণ্ঠ সঁপে শীতল জলে মন্দাকিনীর গান কে গায়?
ঝিরঝিরে বায় আঁচল মেলে
বুকখানি যে চলছে খেলে
ঢেউয়ের মতো কেশগুলো তার পাল তুলেছে পানসি নায়!
আজ এ’ রাতি আমায় কি গো অনেক কথা বলতে চায়?
ঋক্ষে গড়া বাতায়নে যত্নে জ্বেলে আশার দীপ,
শুভ্র বরণ চওড়া ভালে পরছে যে সে রূপার টিপ!
শস্যে জাগা অক্ষি দু’টি
খাচ্ছে প্রেমে লুটোপুটি
অষ্টাদশী ফুলপরীরা নাচছে যে তার শ্যামলা গায়!
আজ এ’ রাতি আমায় কি গো অনেক কথা বলতে চায়?
===========================@@@
মুখটি রেখে গাছের আড়ে ছন্দ তুলে চপল পায়,
কণ্ঠ সঁপে শীতল জলে মন্দাকিনীর গান কে গায়?
ঝিরঝিরে বায় আঁচল মেলে
বুকখানি যে চলছে খেলে
ঢেউয়ের মতো কেশগুলো তার পাল তুলেছে পানসি নায়!
আজ এ’ রাতি আমায় কি গো অনেক কথা বলতে চায়?
ঋক্ষে গড়া বাতায়নে যত্নে জ্বেলে আশার দীপ,
শুভ্র বরণ চওড়া ভালে পরছে যে সে রূপার টিপ!
শস্যে জাগা অক্ষি দু’টি
খাচ্ছে প্রেমে লুটোপুটি
অষ্টাদশী ফুলপরীরা নাচছে যে তার শ্যামলা গায়!
আজ এ’ রাতি আমায় কি গো অনেক কথা বলতে চায়?
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০১/২০২৩খুব সুন্দর লিখেছেন।
-
অভিজিৎ হালদার ২২/১২/২০২২সুন্দর
-
ফয়েজ উল্লাহ রবি ২২/১২/২০২২বেশ ভালো ।
-
আলমগীর সরকার লিটন ২১/১২/২০২২বাহ সুন্দর লিমেরীক কবি দা
-
ফয়জুল মহী ২০/১২/২০২২অসাধারণ লিখেছেন কবি