www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজবই বটে

আজবই বটে!
============================@@@

আজব বটে, যায় আসে ফের কোথায় থাকে বায়ু!
পায়-ই বা ওরা কেমন করে নিত্য নতুন আয়ু!
আজকে দিলে শীতল পরশ ভাপবাহী হয় কাল,
আবার দেখি ঠিক খুঁজে নেয় তাগড়া ক্ষেতের আল।

নদীর বুকে ঢেউ যে নাচে সে তো ওদের ফুঁকে!
কার হে এমন সাধ্য আছে দম না টেনে শুঁকে!
কখন মৃদু যায় না বোঝো কখন সাজে ঝড়,
প্রাণ তো দেখি বায়ুর চুমেই আপন বা হয় পর।

এই যে তুমি কও তো বুঝে হাসছো যদি বিশে,
মানছি ওরা বোধ ধী হারা বহ্নি চিনে কিসে?
সবার দেহে ধায় যে নিতি স্বভাব হলে সেম,
প্রশ্ন কি নয় জাত কি তোমার আমার বা কি নেম!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০২৪

মন্তব্যসমূহ

 
Quantcast