www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজব সত্য

আজব সত্য
====================@@@

ছোট্ট জীবন জেনেই আমি
সঙ্গী করে হানাহানি,
সামনে আড়ে করছি রোজই
স্বার্থ নিয়ে টানাটানি।

আজকে ভাঙি পরের আশা
কাল দি’ থাপড় সখার গালে,
পরশু ভাবি ‘হচ্ছে কি ঠিক!’
নকশা এঁকে নিজের ভালে।

’এক মিনিটের নেই ভরসা’
গর্বে মেনেই হচ্ছি দুখী,
নিচ্ছি না খোঁজ ক্ষণিক তবু
ক্যান হতে হয় কেবলামূখী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast