আজব সত্য
আজব সত্য
====================@@@
ছোট্ট জীবন জেনেই আমি
সঙ্গী করে হানাহানি,
সামনে আড়ে করছি রোজই
স্বার্থ নিয়ে টানাটানি।
আজকে ভাঙি পরের আশা
কাল দি’ থাপড় সখার গালে,
পরশু ভাবি ‘হচ্ছে কি ঠিক!’
নকশা এঁকে নিজের ভালে।
’এক মিনিটের নেই ভরসা’
গর্বে মেনেই হচ্ছি দুখী,
নিচ্ছি না খোঁজ ক্ষণিক তবু
ক্যান হতে হয় কেবলামূখী।
====================@@@
ছোট্ট জীবন জেনেই আমি
সঙ্গী করে হানাহানি,
সামনে আড়ে করছি রোজই
স্বার্থ নিয়ে টানাটানি।
আজকে ভাঙি পরের আশা
কাল দি’ থাপড় সখার গালে,
পরশু ভাবি ‘হচ্ছে কি ঠিক!’
নকশা এঁকে নিজের ভালে।
’এক মিনিটের নেই ভরসা’
গর্বে মেনেই হচ্ছি দুখী,
নিচ্ছি না খোঁজ ক্ষণিক তবু
ক্যান হতে হয় কেবলামূখী।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/১২/২০২২খুব সুন্দর অনুভূতির প্রকাশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১২/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ০৯/১২/২০২২সুন্দর মনের সুন্দর কথা ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/১২/২০২২নাইস