আজ তবে কি
আজ তবে কি!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
বিদ্যা শিখে জান্তা বাবু
আমরা কালের ঘরে,
সাজছি বা কেউ গণ্য ঘনা
রত্ন ধনের দরে।
সময় হলে আসবে মরণ
তবু কি কেউ করছি স্মরণ!
ভাবছি বরং গায়ের জোরেই
ক্রম তো বুড়োর তরে!
বিদ্যা বা ধন আজ তবে কি
হুঁশ নাশী বন্দরে!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
বিদ্যা শিখে জান্তা বাবু
আমরা কালের ঘরে,
সাজছি বা কেউ গণ্য ঘনা
রত্ন ধনের দরে।
সময় হলে আসবে মরণ
তবু কি কেউ করছি স্মরণ!
ভাবছি বরং গায়ের জোরেই
ক্রম তো বুড়োর তরে!
বিদ্যা বা ধন আজ তবে কি
হুঁশ নাশী বন্দরে!
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৮/০৮/২০২১Osadharon lekha
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৮/২০২১ভালো
-
জামাল উদ্দিন জীবন ০৮/০৮/২০২১বেশ বলেছেন।
-
কে এন এন লিংকু ০৮/০৮/২০২১ভাল হেয়েছ
-
আলমগীর সরকার লিটন ০৮/০৮/২০২১বাহ চমৎকার
-
ফয়জুল মহী ০৮/০৮/২০২১চমৎকার লেখনী।