www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আহত মন গাছের মতন ও হয়তো আমিই শুধু

আহত মন গাছের মতন ও
হয়তো আমিই শুধু
========================@@@

(১) আহত মন গাছের মতন

অনেক আহত মন
হয়ে যায় গাছের মতন!
নীরবে দাঁড়িয়ে থাকে মানুষেরই মাঝে
ক্ষনিক দেখলে কেউ
বুঝতে পারে না সেও
থেকেও সজাগ বসে ছায়া ঘেরা তল -
ক্যামনে অঝোরে তার নামে লোনাজল!

তর্জনী টেনে এ’ খেলা বিধাতাই খ্যালে
মনের গহীনে দিয়ে ব্যথাবাহী পোক,
ক্ষত’র কম্পনে কেউ হয় ফলবান
বুকে পেয়ে নীরবতা
কেউ সাজে সুনিবিড় জারুল অশোক।

হয়তো মানুষ গাছ এভাবেই মেল,
যেমন আকাশে হাসে নীরদের পাশে
আরেকটা ফের এসে হেরে গেলে শেষে
কালের আঘাতে এক হাসি-খুশি সোনালী বিকেল!

(২) হয়তো আমিই শুধু

বুকের হারানো কোন চিরতরে ধন
কে খুঁজে অনেক দিন
সুখে বা কি ক্ষীণ হাহাকারে?
হয়তো আমিই শুধু ফুরিয়ে গেলাম
তোমারি তালাশে আয়ু
বাংলার লাখো দ্বারে দ্বারে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৩/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast