টুকরো কথা -৪৮ (অবসর চাই)
টুকরো কথা -৪৮ (অবসর চাই!)
============================@@@
তরঙ্গমালা ষোড়শীর রূপ দান করলেও তটিনীকে
ফিরে আর আসবে না জানি
অভিমানী বিকেল!
দিগন্তের পানে রাখা বালি হাঁসের দৃষ্টি
অন্তরে গেঁথেও -
ক্ষণিকের জন্য পাই না ভাদরের অস্তাচল!
কাঙ্খিত শালিকের গড়িমসি খুঁজতে খুঁজতে
টেরই পাইনি -
শিরায় উপশিরায় কখন জেগে উঠেছে চির
নাগরিক ব্যস্ততা!
আর নয় -
ভাবতে চাই না আর
কিসের আশায় আঁধারের বুক চিরে থামে
নিশুতির ট্রেন!
অবসরই ভালো
অবসর
সেই অবসর -
ছুটন্ত বন্যার জলে যেভাবে নিশ্চিহ্ন হয়ে যায়
মুণ্ডুহীন কোন কাকতাড়ুয়ার আয়ুষ্কাল!
============================@@@
তরঙ্গমালা ষোড়শীর রূপ দান করলেও তটিনীকে
ফিরে আর আসবে না জানি
অভিমানী বিকেল!
দিগন্তের পানে রাখা বালি হাঁসের দৃষ্টি
অন্তরে গেঁথেও -
ক্ষণিকের জন্য পাই না ভাদরের অস্তাচল!
কাঙ্খিত শালিকের গড়িমসি খুঁজতে খুঁজতে
টেরই পাইনি -
শিরায় উপশিরায় কখন জেগে উঠেছে চির
নাগরিক ব্যস্ততা!
আর নয় -
ভাবতে চাই না আর
কিসের আশায় আঁধারের বুক চিরে থামে
নিশুতির ট্রেন!
অবসরই ভালো
অবসর
সেই অবসর -
ছুটন্ত বন্যার জলে যেভাবে নিশ্চিহ্ন হয়ে যায়
মুণ্ডুহীন কোন কাকতাড়ুয়ার আয়ুষ্কাল!
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৯/২০২৩অনন্য
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৯/২০২৩বেশ সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১৮/০৯/২০২৩বেশ প্রেমময়