ছড়াক্কা (অবলা ধারা)
ছড়াক্কা (অবলা ধারা)
====================@@@
বন্ধু আমার ওপাড় বাগে গুনগুনিয়ে গায়,
যায় কি বুঝা কোন শখে সে
সুর যদি ধায় দূর অক্লেশে!
আমি ভেবে এপাড় কাঁদি
অশ্রুজল আজ বড্ড চাঁদি,
মাঝে তবু প্রেম যমুনা আশায় বয়ে যায়!
====================@@@
বন্ধু আমার ওপাড় বাগে গুনগুনিয়ে গায়,
যায় কি বুঝা কোন শখে সে
সুর যদি ধায় দূর অক্লেশে!
আমি ভেবে এপাড় কাঁদি
অশ্রুজল আজ বড্ড চাঁদি,
মাঝে তবু প্রেম যমুনা আশায় বয়ে যায়!
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৭/১১/২০২১বেশ
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১১/২০২১ভাল।
-
ফয়জুল মহী ১৫/১১/২০২১অসামান্য শব্দমালায় একরাশ মুগ্ধতা ।
-
অভিজিৎ হালদার ১৫/১১/২০২১বেশ