তুমি তুমিই
যা হতে চাও তাই হয়ে যাও
যে যাই বলুক লোকে ,
হাল ছেড়োনা নিজকে গড়ো
ভয় করোনা মিছে |
মনের কোণে লুকিয়ে থাকা
শক্তি সাহস খুঁজে ,
তোমার সকল আধফোটা ফুল
যত্নে ফোটাও নিজে |
যে যাই বলুক লোকে ,
হাল ছেড়োনা নিজকে গড়ো
ভয় করোনা মিছে |
মনের কোণে লুকিয়ে থাকা
শক্তি সাহস খুঁজে ,
তোমার সকল আধফোটা ফুল
যত্নে ফোটাও নিজে |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুদা ১৩/০৯/২০১৪উপদেশ মাখা কবিতা। খুব ভাল লেগেছে।
-
মনিরুজ্জামান শুভ্র ১৩/০৯/২০১৪ভাল লাগলো।
-
মোহাম্মদ তারেক ১৩/০৯/২০১৪যে যাই বলুক লোকে,,লোকে শব্দের পরিবর্ত 'পিছে' শব্দটি লিখলে বোধ আরো বেশী শ্রুতিমধূর লাগতো,, বেশ হয়েছে কবিতাটি।।।।
-
স্বপন রোজারিও(১) ১৩/০৯/২০১৪িনেজেকে নিজেই গড়তে হয়।
-
একনিষ্ঠ অনুগত ১৩/০৯/২০১৪বেশ ভালো।।