প্রতীপতরণ
বাধার আঁধার থামতে বলে
তাই বলে কি থামলে চলে ?
থাকুক মরু ধু ধু-
সামনে চলো শুধু |
সব পিছুটান ছেড়ে
হাত পা শরীর নেড়ে
ঘুম ফেলে আজ ওঠো,
সব মুখে ফোটাতে হাসি
ভোরের পথে ছোটো |
ভয় বেদনা ভুলে
বজ্র আওয়াজ তুলে
বিজয়-কেতন ওড়াও,
বোধের অতল জলে ডুবে
পবিত্রালো ছড়াও |
তাই বলে কি থামলে চলে ?
থাকুক মরু ধু ধু-
সামনে চলো শুধু |
সব পিছুটান ছেড়ে
হাত পা শরীর নেড়ে
ঘুম ফেলে আজ ওঠো,
সব মুখে ফোটাতে হাসি
ভোরের পথে ছোটো |
ভয় বেদনা ভুলে
বজ্র আওয়াজ তুলে
বিজয়-কেতন ওড়াও,
বোধের অতল জলে ডুবে
পবিত্রালো ছড়াও |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৬/০৯/২০১৪ভালো লাগলো।।
-
স্বপন রোজারিও(১) ০৫/০৯/২০১৪না তাকিয়ে পিছনে
যেতে হবে সামনে। -
সহিদুল হক ০৪/০৯/২০১৪সুন্দর লিখেছেন।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৪/০৯/২০১৪কিছু মনে না করলে শিরোনামের মানেটা কি বলবেন। কি মিন করে। কবিতা সুন্দর হয়েছে।
-
আবু সাহেদ সরকার ০৪/০৯/২০১৪nice...