www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একাই একার সাথী

মনের জমিন বিক্ষত আজ
আঘাত হাজার কোটি ,
কচি সবুজ লাউয়ে যেন
যাচ্ছে গেঁথে বটি |

তাকাই যেদিক আঁধার সেদিক
ছলনা সব কিছু ,
প্রতিকূলতার বাধা কাঁটা
ছাড়ছে না আজ পিছু |

কাছের মানুষ আঘাত হেনে
বারবার শুধু হাসে ,
ভেতর চেরা কষ্ট্জলে
স্বপ্ন ফসল ভাসে |
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast