নারী দেহের বস্ত্র হরণ
দিন দুপুরে নারী দেহের
বস্ত্র হরণ করলো যারা
মানুষ নামের হায়েনাদের
দেখলো জাতি তারা কারা।
ত্রিরিশ লক্ষ নারী দেহ
ছিঁড়েখুঁড়ে খেলো যারা
আজকে আবার মুখোশ পরে
আসলো নাকি তারা ?
কোথায় গেলো চেতনাধারী
সস্তা দামের চেতনা নিয়ে
নারীবাদীরা কোন ইশারায়
নীরব মুখে তালা দিয়ে।
কেমনে বলি আজকে আমি
কিংবা নারীরা স্বাধীন
বলতে পারি শুধু কি নারী
পুরো দেশটা পরাধীন।
১৭.০৪.২০১৫
বস্ত্র হরণ করলো যারা
মানুষ নামের হায়েনাদের
দেখলো জাতি তারা কারা।
ত্রিরিশ লক্ষ নারী দেহ
ছিঁড়েখুঁড়ে খেলো যারা
আজকে আবার মুখোশ পরে
আসলো নাকি তারা ?
কোথায় গেলো চেতনাধারী
সস্তা দামের চেতনা নিয়ে
নারীবাদীরা কোন ইশারায়
নীরব মুখে তালা দিয়ে।
কেমনে বলি আজকে আমি
কিংবা নারীরা স্বাধীন
বলতে পারি শুধু কি নারী
পুরো দেশটা পরাধীন।
১৭.০৪.২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ২৪/০৪/২০১৫
-
রক্তিম ২৩/০৪/২০১৫সত্যি কেউ কি নেই কিছু কি বলার নেই ।
আমাদের সব পুরুষ জাতির রি লজ্জা
নারী মানের লালসার শিকার না
নারী হল মায়ের জাত নারী হল বোনের মতো
তোরে সেই নারী কেই লাঞ্ছিত করলি হায়নার দল
কবি লিখনি কথা গুলো অনেক ভালো লাগেছে আমার
আর আর আমাদের কোন মা বোনকে লাঞ্ছিত হতে দেব না