www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেকারের আকার

কাজটা সহজ হবে না জানে রফিক কিন্তু কিছু করার নেই । বেকার হয়ে বসে থাকার চেয়ে কিছু খারাপ কাজ করে যদি টাকা আসে তাহলে বাবার কাছে আর পয়সা চাইতে হবে না । রফিক এবার MA শেষ করেছে । চাকরির জন্য ভো ভো করে ছুটছে । চাকরিও নাছোড়বান্দা । তাই আজ সে অপরাধীর খাতায় নাম লেখাতে যাচ্ছে । বাবা রোজ খাওয়ার খোটা দেয় । তাই আজ রাগ করে চলে এসেছে । কিছু একটা করতে হবে "যা পাবো তাই করবো" এমন একটা সংকল্প মনে মনে তৈরি করে সে । কাজটা বেশি কিছু না শুধু গাজা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ব্যাস ৫০০০ টাকা আয় হয়ে যাবে । এতো সহজে টাকা আয় করা যেতে পারে তা রফিক জানতইনা । কিন্তু একটা সমস্যা আছে আর তা হল পুলিশের সামনে দিয়ে যেতে হবে । কিছু হবে না ভেবে রফিক
রওনা দেয় । পুলিশের সামনে দিয়ে যেতেই এক পুলিশ ডাক দেয় । ও ভাবে সার্চ করবে তাই ও দৌড় দেয় এবং পুলিশও ওকে ধাওয়া করে এবং ধরে ফেলে ...........................

২ বছর আগে ঠিক এই দিনে জেলে যায় রফিক তাই স্মৃতিতে ভেসে ওঠে সেই দিনের কোঠা............আজ পর্যন্ত কেউ তাকে দেখতে আসেনি, আসবেওনা কোনোদিন সেটা জানে রফিক.........।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৯৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast