www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি আমার

তুমি আমার , করুন পাখি ,
নয়ন বাঁশির সুর ।
তুমি আমার , হৃদয় পাখি ,
বাঁশির মধুর সুর ।
তুমি আমার , দুই নয়ন ,
তুমি আমার সব ।
তুমি আমার , হৃদয়ের টুকরো ,
আমার ভালো বাসা ।
তুমি আমার , কঠিন বাস্তব ,
আমার স্বপ্নের পাতা ।
তুমি আমার , দিনের স্বপ্ন ,
রাতের ঘুম হারা ।
তুমি আমার , মুখের হাসি ,
আমার চন্দ্র শিখা ।
তুমি আমার , গ্রীস্মের মাঝে ,
এক ফসলা বৃস্টি ।
তুমি আমার , হৃদয় তলে ,
নানা ফুলের বাগান ।
তুমি আমার , নয়ন তলে ,
পদ্ম ফুলের কুঁড়ি ।
তুমি আমার , বাতাস হীনায় ,
উড়ন্ত এক ঘুড়ি ।
তুমি আমার , পদ্ম পাড়ে ,
লাল গোলাপের কুঁড়ি ।
তুমি আমার , দক্ষিন হাওয়ায় ,
অপরূপ সেই গন্ধ ।
তুমি আমার , জলের মধ্যে ,
অনন্য এক পদ্ম ।


সূব্রত পাল
তাং - ২১/০৭/২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • গন্ধ এর সাথে পদ্ম মিলবন্ধনটা ছন্দের দূর্বলতাকে ইঙ্গিত করে।
  • সোলাইমান ১৬/১১/২০১৭
    সুন্দর ব্যঙ্গ কবিতা।
    অতি সুন্দর উপস্থাপনা।
    অপূর্ব শব্দঝংকার! অসাধারন কাব্যিকতা।
    কবিতা পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
  • কে. পাল ১৬/১১/২০১৭
    Valo
 
Quantcast