www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার কম্পিত স্মৃতি

রক্ত মাখা বক্ষ যুগল , উত্থিত তার হৃদয় ।
কম্পিত হায় বক্ষ-যুগল , আলোড়ন তুলে রাই ।
সপ্ত-সূরে বাজিয়ে নূপুর , মুক্তো তোলে ঢেউ ।
বজ্র বীনায় ওঠে ঝংকার , তুমি আমার কেউ !
শত রোদ্দুর শত লাঞ্ছনা ,সইছি আমি আজ ।
তুমি থাকবে আমার সঙ্গে , ভাবছি ফেলে কাজ ।
শব্দ মাখা শারথী হয়ে , সোনালী রোদ মেখে ।
রোদ্দুর হয়ে উড়ে চলি , আমি সাধনার দেশে ।
বন্দনা এই কঠিন জীবনের , মুখরিত এই সরোবর ।
বুক ফাটা গ্রীষ্মের মঠের , সবুজ বনানীর স্বাচ্ছন্দ ।
কাটা ঘায়ে গোলাপ ফুটিয়ে , প্রেয়সীতে সাধনা ভালোবাসার ।
নূপুরের ছন্দে নাচে আমার , দুই নীল পদ্ম ।
স্তম্ভিত আমার বক্ষ জুড়িয়া , নাচে হৃদস্পন্দন সারাক্ষন ।
তবুও আমি অবাধে তুলি , প্রেয়সীর নামের গর্জন ।বোধিতে পারিনা যে আমি , সে কার অনুগামী ।
তবুও হাসছে আনন্দে আমার , অন্তরের নীল-পদ্ম ।
কম্পিত ওষ্ঠে বেদনার স্বর্গে , ভূচ্ছাস হোলো আনন্দের ।
তবুও আমি প্রারম্ভের পেছনে , দুলছি হাঁটুর কোমরে ।

তাং . ১০/০২/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শান্ত চৌধুরী ১৫/১১/২০১৭
    অনবদ্য লিখুনী
  • সোলাইমান ১৫/১১/২০১৭
    ভালো লাগল।
  • কে. পাল ১৫/১১/২০১৭
    Sundor
  • মিটন বনিক বাবু ১৫/১১/২০১৭
    সুন্দর ছন্দ ভরা মিষ্টি কবিতা।
 
Quantcast