ভ্যালেনটাইন ডে
ভ্যালেনটাইন ডে ঃবিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
প্রেমের দিন আজ ,ভ্যলেনটাইন ডে
যূগলে যূগলে তাই সর্বত্র করে ভীড় ,
চায় সে গোলাপ নাই যার ভারি কাঁটা ,
হৃদয়ে হৃদয় সাঁটা ,নাই কোন চিড় । ফোনে ফোনে ঝরে কত মিষ্টি বুলি ,
ফটো উঠে ফটাফট ,আর আঁকে তুলি ,
রেস্তোঁরা য় ঠাসাঠুসি আর হাসাহাসি ,
এ ওকে বলে জান কত ভালবাসি !
পর্দার আড়ালে মাতে কেউ চুম্বনে ,
প্রকাশ্যে লেগে যায়”ডুয়েল রণে” ।
এই প্রেম যদি থাকে বল জীবনভর
পৃথিবীটা হবে তবে একটাই ঘর ।
প্রেমের দিন আজ ,ভ্যলেনটাইন ডে
যূগলে যূগলে তাই সর্বত্র করে ভীড় ,
চায় সে গোলাপ নাই যার ভারি কাঁটা ,
হৃদয়ে হৃদয় সাঁটা ,নাই কোন চিড় । ফোনে ফোনে ঝরে কত মিষ্টি বুলি ,
ফটো উঠে ফটাফট ,আর আঁকে তুলি ,
রেস্তোঁরা য় ঠাসাঠুসি আর হাসাহাসি ,
এ ওকে বলে জান কত ভালবাসি !
পর্দার আড়ালে মাতে কেউ চুম্বনে ,
প্রকাশ্যে লেগে যায়”ডুয়েল রণে” ।
এই প্রেম যদি থাকে বল জীবনভর
পৃথিবীটা হবে তবে একটাই ঘর ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০২/২০২১ভালো লাগলো
-
আশরাফুল হক মহিন ১৫/০২/২০২১ভীষণ ভালো লাগলো
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০২/২০২১সুন্দর চিত্রণ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০২/২০২১Happy Valentine's day.
-
আরিফ আহমেদ খান ১৪/০২/২০২১দারুণ
-
আলমগীর সরকার লিটন ১৪/০২/২০২১বসন্তী শুভেচ্ছা রইল