মহাত্মা স্মরণ
আজকের দিন বড় দুর্যোগের দিন ভারতে
জাতির জনকে’পারিনি বাঁচাতে আততায়ী হতে
এক দৈনিক ধর্মসভায় প্রাণ দিতে হল বাপুকে
এক ধর্মান্ধের গুলি এসে লাগল যে তার বুকে ।
জনতার মাঝে ‘হায় রাম’ব’লে পড়েন তিনি ঢলে
লজ্জার সে কথা বলতে জনতার চোখ হয় ছলছলে ।
আততায়ী নাথুরাম জানি ছিলনাতো বিধর্মী ভাই কোন
বিশ্বের ধিক্কার মঝে আজ দেশে তারই বন্দনাগান শোন ।
রামভক্তের হতার পাপ ঘুচবে কি এক রামমন্দির তুলে !
আততায়ী আর তার সঙ্গীদের ইতিহাস যাবে কিগো ভূলে !
বাপুজী তোনায় ভূলবেনা জাতি কোন ছলনার কৌশলে
শহীদ তোমায় পূজা করি এসো অঝর ধারার অশ্রুজলে
জাতির জনকে’পারিনি বাঁচাতে আততায়ী হতে
এক দৈনিক ধর্মসভায় প্রাণ দিতে হল বাপুকে
এক ধর্মান্ধের গুলি এসে লাগল যে তার বুকে ।
জনতার মাঝে ‘হায় রাম’ব’লে পড়েন তিনি ঢলে
লজ্জার সে কথা বলতে জনতার চোখ হয় ছলছলে ।
আততায়ী নাথুরাম জানি ছিলনাতো বিধর্মী ভাই কোন
বিশ্বের ধিক্কার মঝে আজ দেশে তারই বন্দনাগান শোন ।
রামভক্তের হতার পাপ ঘুচবে কি এক রামমন্দির তুলে !
আততায়ী আর তার সঙ্গীদের ইতিহাস যাবে কিগো ভূলে !
বাপুজী তোনায় ভূলবেনা জাতি কোন ছলনার কৌশলে
শহীদ তোমায় পূজা করি এসো অঝর ধারার অশ্রুজলে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ৩০/০১/২০২১Respect
-
ফয়জুল মহী ৩০/০১/২০২১R
-
আলমগীর সরকার লিটন ৩০/০১/২০২১চমৎকার ভাবনার প্রকাশ কবি দা