বন্দী৬৬৬
বন্দী আমি নিজের কাছে
বন্দী আপন ঘরে
করোনাতো দুদিন আছে
আগেই বন্দী স্বরে ।
কেউ থাকেনা কাছে
তবু আত্মীয় সবাই
কেউ ডাকেনা ভাই
পাছে কিছু চায় ।
আজ এসেছে করোনা
ছোঁয়াছুঁয়ি মানা তাই
দেখছি তার কত ছলনা
রোজ রোজ রূপ পাল্টায় ।
তবে করোনার বন্দীদশা
হল ক্ষণস্থায়ী আসা টিকায়
আমার ভীতু বন্দীদশা
হল চিরস্থায়ী ভাই ।
কেমন ক’রে বলি বল
বোবা সাজি তাই
এম্নি করেই স্বর্গে চল
বন্দী ঘরের সবাই ।
বন্দী আপন ঘরে
করোনাতো দুদিন আছে
আগেই বন্দী স্বরে ।
কেউ থাকেনা কাছে
তবু আত্মীয় সবাই
কেউ ডাকেনা ভাই
পাছে কিছু চায় ।
আজ এসেছে করোনা
ছোঁয়াছুঁয়ি মানা তাই
দেখছি তার কত ছলনা
রোজ রোজ রূপ পাল্টায় ।
তবে করোনার বন্দীদশা
হল ক্ষণস্থায়ী আসা টিকায়
আমার ভীতু বন্দীদশা
হল চিরস্থায়ী ভাই ।
কেমন ক’রে বলি বল
বোবা সাজি তাই
এম্নি করেই স্বর্গে চল
বন্দী ঘরের সবাই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাদ্দাম হোসেন পবন ৩০/০১/২০২১সুন্দর লেখনি দাদা
-
চিরন্তন ২৯/০১/২০২১মুক্তিতে কি সুখ ভাই ?
বন্ধনেই এখন নিরাপত্তা পাই।। #করোনা -
চিরন্তন ২৯/০১/২০২১"man is born free, but he is everywhere in chains" - Rousseau এই বিখ্যাত উক্তিটি মনে পড়ে গেল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/০১/২০২১দারুণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০১/২০২১nice post. Thanks.
-
ফয়জুল মহী ২৮/০১/২০২১সুন্দর লেখনী।