ছাব্বিশে জানুয়ারী
আ জ হল জানুয়ারীর পুণ্য ছাব্বিশে
এদিন আমরা পেলাম বাঁচার নয়াদিশে ,
শুধু নয় স্বাধীনতা সেষা গণতন্ত্রের শিরোপা
লিখিত পঞ্জীবদ্ধ এক বৃহৎ চলার অভিধা ;
বিশ্বে র এক বৃহত্তম প্রজাতন্ত্রের ষ্বীকৃতি
আর মর্যাদা পেল আমাদর সব অনুভূতিৄ ।
রাজেন্দ্রনাথ আম্বেদকরের চিন্তার ফসল
সংবিধানে জাগালো অনন্ত অসীম বল;
ধর্মে কর্মে শিক্ষায় দিল চিন্তার স্বাধীকার
আর পেল সবে সর্বত্র সনান বিচাষ
এইদিন পোঁতা হয়েছিল যে চিন্তার বীজ
তাই আজ দিলসবে সবাধীনতার সরসিজ ।
ত্রিশে গড়া সেই সব সুন্দর স্বপ্ন রঙীন
সফলত পেল পঞ্চাশের এই ‘প্রজাতন্ত্র দিন’
তাই এসো এই শুভদিনে একসাথে ভাই
শুধু দেশজননীর বন্দনা আর জয়গান গায়
এদিন আমরা পেলাম বাঁচার নয়াদিশে ,
শুধু নয় স্বাধীনতা সেষা গণতন্ত্রের শিরোপা
লিখিত পঞ্জীবদ্ধ এক বৃহৎ চলার অভিধা ;
বিশ্বে র এক বৃহত্তম প্রজাতন্ত্রের ষ্বীকৃতি
আর মর্যাদা পেল আমাদর সব অনুভূতিৄ ।
রাজেন্দ্রনাথ আম্বেদকরের চিন্তার ফসল
সংবিধানে জাগালো অনন্ত অসীম বল;
ধর্মে কর্মে শিক্ষায় দিল চিন্তার স্বাধীকার
আর পেল সবে সর্বত্র সনান বিচাষ
এইদিন পোঁতা হয়েছিল যে চিন্তার বীজ
তাই আজ দিলসবে সবাধীনতার সরসিজ ।
ত্রিশে গড়া সেই সব সুন্দর স্বপ্ন রঙীন
সফলত পেল পঞ্চাশের এই ‘প্রজাতন্ত্র দিন’
তাই এসো এই শুভদিনে একসাথে ভাই
শুধু দেশজননীর বন্দনা আর জয়গান গায়
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০১/২০২১পাঠান্তে বেশ মুগ্ধতা রেখে গেলাম।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০১/২০২১fabulous
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০১/২০২১বেশ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০১/২০২১Great!
-
আলমগীর সরকার লিটন ২৬/০১/২০২১সুন্দর অনুভব প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল