www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাইকেল-জন্মদিনে

উচ্ছৃঙ্খল ব’লে অপবাদ পেলে তুমি অগণন
কিন্তু তারা জানতো কি কেন তব আগমণ;
এসেছ প্রতিভার স্বর্ণরথে তবে পথ ভঙ্গুর
আর সারথী সকলে ছিলনাতো বেশ অক্রুর ।
তাই তুমি নানাপথে করেছ জানি বিচরণ
তাই সব বেদনায় সুধা ব’লে করেছ গ্রহণ ।ৃ
মোহবশে হতে গেসে তুমি মিলটন,বায়রণ
মোহভঙ্গে অচিরে ফিরলে আপন মাতৃসদন ।
ভগ্নছন্দে রচিলে তুমি কত কাব্য, নাটক,প্রহসন
একসাথে ত্রিধারায় দিলে তুমি অবাক অনুলেখন ।
রামরাজ্যে বীরশ্রষ্ঠ মেঘনাদে দিয়ে তুমি উচ্চাসন
‘মেঘনাদবধ’কাব্য লিখে কবিকুলে পেলেতো আসন ;
তোমার জন্মদিনে তাই আজ তোমায় জানায় নমস্কার
নবরূপে ভারতে আসার তরে জানায় আবদার । (২৫/১)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast