www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সঙ্গমযাত্রা

…………………………………………………………………………………………….
সঙ্গমযাত্রা
সঙ্গমে চলেছি আজ
জন্ম মৃত্যু স্থিতি দ্বীপে ৷
সঙ্গমে এসেছি আজ
শান্ত স্নিগ্ধ মুক্ত প্রকৃতিতে
সঙ্গমে চলেছি আজ
স্থল জল শূন্য শুদ্ধ করিতে ৷
সঙ্গমে এসেছি আজ
শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তিতে ,
সঙ্গমে চলেছি
জ্ঞান বোধ চেতনা নিতে ৷
সঙ্গমে এসেছি আজ
শৌর্য বীর্য ধৈর্য্য দিয়ে
সঙ্গমে চলেছি আজ
তত্ব তথ্য সত্য নিয়ে ৷
সঙ্গমে এসেছি আজ
ধর্ম কর্ম বর্ম জ্ঞানে
সঙ্গমে চলেছি তাই
সত্য শিব সুশ্রী ধ্যানে ৷
সঙ্গমে এসেছি আজ
শি ক্ষা নিতে প্রকৃতি হতে
সঙ্গমে চলেছি আজ
ছাপ রাখতে সংস্কৃতিতে ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast