www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

True or False

সত্য না মিথ্যা
মিথ্যে যদি সত্যর ছদ্মবেশে হয় কভু হাজির
তুই তারে হটিয়ে দিয়ে ভাই গড়তে চাস নজির ,
না জানি তুই এগিয়ে যাবি সাজতে সেরা উজির
সাথে তুই বস্তাপচা প্রবচনেই করবি হাজির ।
কে বলেছে জানিনাতো প্রেমে আর রণে নিলেই ছল
ব্যবসায় প্রতারণার মত সে হয় সুন্দর কৌশল।।
তাই আজ সবখানে রসাল কত প্রতিশ্রুতি করে
রাত পোহাতেই তা সব বাসি ফুলের মত ঝরে ।
রাজনীতি অঙ্গনে তাই মিথ্যেরা সত্যের অপলাপ
তদন্তের ফল তাই আজ যেন সাজানো সংলাপ ৷
রাজনীতি ময়দানে মিথ্যার বেসতি করে সব নেতা
বিরোধীরে গালি দিয়ে ভাবে সহজ হবে মন জেতা ৷
গণতন্ত্র আছে তাই মিথ্য যে কপচায় বিনা বাধায়
সেকথা বুঝেও না বোঝার ভান করে দেখি সবাই ৷
তবু বলি অপ্রিয় সত্যে আর মিথ্যায় নাই কোন ভেদ ,
পরকীয়া তথ্যে সত্য ব’লে চায়না স্বামী-স্ত্রী বিচ্ছেদ ।
অপ্রিয় সত্যকথনে তাই গুণীরা করেন পরিহার
বিজ্ঞাপনে তাই বুঝি চলে মিথ্যারই ব্যবহার।
তাই দেখি সত্যে আর মিথ্য চলে হাতে হাত ধ’রে
সত্যের কদর নাই মিথ্যেরা খায় জেনো পেট ভ’রে ৷
সত্য না মিথ্যা কখধ কোথা দরকার দেখ কোনটার
ক্ষতি কম কোনটাতে ভেবে সমাজে হয় যেন ব্যবহার ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast