যতীন্দ্রমোহন বাগচী স্মরণে
যতীন্দ্রমোহন বাগচী স্মরণে
প্রতি সন্ধ্যায় আজও শিশুরা খোঁজে তাদের কাজলাদিকে
গল্প শোনাতে শোনাতে সেও বুঝি বানায় তার গল্পটিকে
যেমন তুমি গড়েছ সে অমর বালিকায় তব কবিতায়।
এমনিতর বহুকিছু গল্প দেখি রেখেছ তোমার খাতায়
‘ভারতী’ও’সাহিত্য’পত্রিকার পাঠক সাগ্রহে টানে কাছে
তোমার কবিতায় দেখে তারা রবীন্রোত্তর ছায়া আছে ।
কবিতা ছিল তব প্রাণ তাই তুষ্ট নও মানসী সম্পাদনায়
‘পূর্বাচল’দেখা দেয় তাই সম্পাদনাসহ নিজ স্ব সত্বায়।।
তাই রসিক পাঠক পেয়েছে’লেখা’,রেখা’ ও’অপরাজিতা’য়
মনভরা কবিতা দিল ‘পাঞ্চজন্য’ পথের সাথী’’াগরনী’র কায়।
তোমার জন্মদিনে তাই আজমোরা পুনরায় তোমাকে চাই
আর চাই তোমার কবিতায় দেখা প্রাণের সেই স্বচ্ছতায় ৷
প্রতি সন্ধ্যায় আজও শিশুরা খোঁজে তাদের কাজলাদিকে
গল্প শোনাতে শোনাতে সেও বুঝি বানায় তার গল্পটিকে
যেমন তুমি গড়েছ সে অমর বালিকায় তব কবিতায়।
এমনিতর বহুকিছু গল্প দেখি রেখেছ তোমার খাতায়
‘ভারতী’ও’সাহিত্য’পত্রিকার পাঠক সাগ্রহে টানে কাছে
তোমার কবিতায় দেখে তারা রবীন্রোত্তর ছায়া আছে ।
কবিতা ছিল তব প্রাণ তাই তুষ্ট নও মানসী সম্পাদনায়
‘পূর্বাচল’দেখা দেয় তাই সম্পাদনাসহ নিজ স্ব সত্বায়।।
তাই রসিক পাঠক পেয়েছে’লেখা’,রেখা’ ও’অপরাজিতা’য়
মনভরা কবিতা দিল ‘পাঞ্চজন্য’ পথের সাথী’’াগরনী’র কায়।
তোমার জন্মদিনে তাই আজমোরা পুনরায় তোমাকে চাই
আর চাই তোমার কবিতায় দেখা প্রাণের সেই স্বচ্ছতায় ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/১১/২০২০যতীন্দ্রমোহন স্মরণে
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১১/২০২০সুন্দর!
-
ফয়জুল মহী ২৭/১১/২০২০আপনার চিন্তা ও চেতনায় সাহিত্য সমৃদ্ধ হোক।