জগদ্ধত্রী বন্দনা
,,,,,,,,,,,,,,,,জগদ্ধত্রী বন্দনা
হে মাা জগদ্ধা্ত্রি জগতের সবার মঙ্গলকামিনী
তবে জগতে কেন আজ করোনায় ঘেরা যামিনি। ।
জগতের মঙ্গলতরে তোমায় ডেকেছে যে রাজ
সেই কৃষ্ণনগরের ষকৃষ্ণের সৌজন্যে তব বিরাজ
, তোমারই শুভেচ্ছায় চন্দননগর আজ আলোর সহর
দিণভর যেথা হয় আলোর কাজ সেই আলর সহর
কেন বল আজ তোমার পূজায় নয় আলোকময়
কেন এই অতিমারি ছড়াল বল তোমারই বিশ্বমাঝ !
তোমার পূজায় শোভাযাত্রা নাই নাই আলোর কাজ ।
তোমার শুভেচ্ছার আলোয় কাটুক এ নিকষ আঁধার
আলোর সহরে মা তোমায় পূজিতে চায় বারবার ।
হে মাা জগদ্ধা্ত্রি জগতের সবার মঙ্গলকামিনী
তবে জগতে কেন আজ করোনায় ঘেরা যামিনি। ।
জগতের মঙ্গলতরে তোমায় ডেকেছে যে রাজ
সেই কৃষ্ণনগরের ষকৃষ্ণের সৌজন্যে তব বিরাজ
, তোমারই শুভেচ্ছায় চন্দননগর আজ আলোর সহর
দিণভর যেথা হয় আলোর কাজ সেই আলর সহর
কেন বল আজ তোমার পূজায় নয় আলোকময়
কেন এই অতিমারি ছড়াল বল তোমারই বিশ্বমাঝ !
তোমার পূজায় শোভাযাত্রা নাই নাই আলোর কাজ ।
তোমার শুভেচ্ছার আলোয় কাটুক এ নিকষ আঁধার
আলোর সহরে মা তোমায় পূজিতে চায় বারবার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২৪/১১/২০২০
-
Md. Rayhan Kazi ২৪/১১/২০২০দারুন লেখনী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/১১/২০২০great...
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/১১/২০২০Very Good.
-
ফয়জুল মহী ২৩/১১/২০২০মনোমুগ্ধকর কাব্য
শুভেচ্ছা রইলো সম্মানিত কবির জন্য।