সময় সংক্ষেপ
সময় সংক্ষেপ বড়
ধ্বংস দাঁড়ায়ে দ্বারে ,
যাহা পার তাই গড়
সুস্থ চেতনার ব্যবহারে ।
সময় সংক্ষেপ বড়
তাই এসো কাছাকাছি ,
নতুন সমাজ কর
যেথা তুমি আমি মিলে আছি ।
সময় সংক্ষেপ বড়
সবকিছু কর তাড়াতাড়ি,
পুঁজির থলিটা ভর
তবে নয় বাড়াবাড়ি ।
ধ্বংস দাঁড়ায়ে দ্বারে ,
যাহা পার তাই গড়
সুস্থ চেতনার ব্যবহারে ।
সময় সংক্ষেপ বড়
তাই এসো কাছাকাছি ,
নতুন সমাজ কর
যেথা তুমি আমি মিলে আছি ।
সময় সংক্ষেপ বড়
সবকিছু কর তাড়াতাড়ি,
পুঁজির থলিটা ভর
তবে নয় বাড়াবাড়ি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Biswanath Banerjee ১৪/১১/২০২০good
-
হাজেরা কোরেশী অপি ০৫/১১/২০২০খুবই ভালো লাগলো আপনার কবিতাখানি। ভালো থাকুন কবি চিরন্তন।
-
আব্দুর রহমান আনসারী ০৫/১১/২০২০অপূর্ব
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/১১/২০২০nice
-
আবু বক্কর ০৪/১১/২০২০দারুণের মেলবন্ধন
সময়ের প্রয়োজন
সব আসে একসাথে
আপনার কলমের বন্ধন -
ফয়জুল মহী ০৪/১১/২০২০সুখময় এবং সুখ্যাতি হোক সাহিত্যে বিচরণ ।