সৈয়দ মুস্তফা সিরাজের জন্মদিনে
সৈয়দ মুস্তফা সিরাজের জন্মদিনে
এক মুস্তফায় দেখেছি উড়াতে কবিতার ফানুস
আর সাহিত্যে গড়েছ তুমি বহু ‘অলক মানুষ ‘
ছোট বড় সকলের তৃপ্তি রোজর।তরে ফেৎদেছ গল্প
মানুষ পেয়েছে স্বাদ রহস্য রোমাঞ্চ সুখকল্প।
রবীন্দ্রর ‘ভান্ডারে ‘ভরেছ তুমি সম্পাদনার খাত
আনন্দবাডারে ছড়িয়েছ সম্প্রীতির নয়া মৌতাত,
সেখানের কর্মস্থলে বসিয়েছ রোজ আনন্দের হাট
হাটের বাপাীদের দুঃখ কষ্টট সেথা হল লোপাট
তোমার ‘নীল ঘরের নটী ‘’হিজলকন্যা’হল’সবুজ নক্ষত্র’
‘সমান্তবাহিনী’’গোপনে নির্জনে’ যেন’অরূপরতন’দেখে সর্বত্র্ ।
ারপর গড়লে দেখি ‘জীবনসঙ্গিনী’রে ‘সোনার পিতলমূর্তি’
অবশেষে ‘অলীক মানুষ’’পেয়ে অঢেল পুরস্কারে পেলে স্ফূর্তি ।
বহু পুরস্কারে ভূষিত তাই তব শুভ নবতি জন্মদিনে
জানায় প্রণতি আর মাগি দীর্ঘজীবন কোনরোগবিনে ৷(১৪/১০
এক মুস্তফায় দেখেছি উড়াতে কবিতার ফানুস
আর সাহিত্যে গড়েছ তুমি বহু ‘অলক মানুষ ‘
ছোট বড় সকলের তৃপ্তি রোজর।তরে ফেৎদেছ গল্প
মানুষ পেয়েছে স্বাদ রহস্য রোমাঞ্চ সুখকল্প।
রবীন্দ্রর ‘ভান্ডারে ‘ভরেছ তুমি সম্পাদনার খাত
আনন্দবাডারে ছড়িয়েছ সম্প্রীতির নয়া মৌতাত,
সেখানের কর্মস্থলে বসিয়েছ রোজ আনন্দের হাট
হাটের বাপাীদের দুঃখ কষ্টট সেথা হল লোপাট
তোমার ‘নীল ঘরের নটী ‘’হিজলকন্যা’হল’সবুজ নক্ষত্র’
‘সমান্তবাহিনী’’গোপনে নির্জনে’ যেন’অরূপরতন’দেখে সর্বত্র্ ।
ারপর গড়লে দেখি ‘জীবনসঙ্গিনী’রে ‘সোনার পিতলমূর্তি’
অবশেষে ‘অলীক মানুষ’’পেয়ে অঢেল পুরস্কারে পেলে স্ফূর্তি ।
বহু পুরস্কারে ভূষিত তাই তব শুভ নবতি জন্মদিনে
জানায় প্রণতি আর মাগি দীর্ঘজীবন কোনরোগবিনে ৷(১৪/১০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১৫/১০/২০২০Very Nice.
-
আব্দুর রহমান আনসারী ১৫/১০/২০২০জন্মদিনের ভালো লেখা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/১০/২০২০জন্মদিনের শুভেচ্ছা।
-
ফয়জুল মহী ১৪/১০/২০২০Happy birthday