www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধিক্কার ঃ

ধিক্কার ঃ----বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
দিনান্তের সূর্য গেল ডুবে
ধীরে ধীরে নামে অন্ধকার
মনে হয় এইতো সময়
ভিতরের পশুটাকে ছেড়ে দেবার ।
বহুদিন হলো ছেড়েছি অরণ্য
মানুষ হবার লক্ষ্যে
তবু রয়ে গেছি যে বন্য
ধরা পড়ে যা সতের চক্ষে ।
মানুষের ঘরে জন্মেছি বটে
তবুতো জাগেনি হুঁস,
তাইতো মোদের অপমান ,রটে
মাতৃজঠরেও ভরি অঙ্কুশ ।
শিক্ষানিলাম কিসের জন্য ,
বুঝিনি তাই হতেছি বন্য ,
তাই ভাষা যেমন জঘন্য ,
তেমনি জঘন্য কাজ অতি ঘৃণ্য ।
কাব্যে ,কথায় কুকথা বর্ষণ,
চিত্রে কল্পে ধ্বনি উঠে “ধর্ষণ”
নাবালক চিত্তে দুর্জয় আকর্ষণ ,(
না বুঝেই করে যে “ধর্ষণ” ।
বুদ্ধিজিবীরা আলোচনায় বসে,
টিভিতে থাকে মত্ত রসে বশে ,
অথচ সেখানেই সিরিয়ালে ,
ধর্ষণ কান্ডের রসদ ঢালে ।
রাতের ঘোর অন্ধকার
দিনে নেমে,দেয় ”ধিক্কার “।,(আগষ্ট ১৯৮৪ )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast