ওড়না
রাজপথে দুটো রিক্সা ছুটেছে পাশাপাশি, প্রায় একই গতিতে । একটাতে এক বৃদ্ধ দম্পতি আর একটাতে এক তরুণ তরুণী যূগল । তরুণীর গলার কাছের ওড়না উড়ছে হাওয়ায় আর তাতে তার উন্নত স্ফীতবক্ষ সকলের দৃষ্টিগোচর হচ্ছে । বৃদ্ধা বৃদ্ধকে বললেন মেয়েটা কী বেহায়া দেখেছ । বৃদ্ধ বললেন তুমিতো পথে আজকাল বেশী বার হওনা তাই অবাক হচ্ছ ,আমরা দেখে দেখে অভ্যস্থ হয়ে গেছি । আমরা দেখি ওড়নাটা কখনো কোমরে পেঁচানো অবস্থায় নয়তো গলায় জড়ানো , কখনই বুকের উপর নয় । গিন্নি বলেন বুঝিনা ওটার কী দরকার ?
সন্ধ্যার সময় ঐ পথ দিয়েই ফিরছিলেন ঐ দম্পতি । একটা রিক্সা দেখেই সেটাতে চড়ে পড়লেন , খেয়াল করেননি ওটা সকালের রিক্সাটাই ।
পথে একটা জায়গায় ভীড় দেখে রিক্সাওলাকে একটু দেখতে বলতেই সে বলল –সকালে বলছিলেন না ওড়না পড়ার দরকার কী ! ঐ দেখুন তার সার্থকতা । ঐ গাছটার নীচের ডালে ঝুলছে সকালের সেই মেয়েটা তার ওড়নাটা গলায় জড়িয়ে গাছের ডালে বেঁধে । তার ক্ষোভ -অভাব -লজ্জ্বা সবকিছুর অবসান ঘটিয়েছে ঐ ওড়নাটা দিয়ে ,সার্থকভাবে ।
বৃদ্ধা কুপিতভাবে বললেন বেল্েল্লাপনার পরিণতি
বৃদ্ধ ধবললেন না ,দোষ ওড়নার,না সমাজের ,জানিনা তবে ওরনা
সন্ধ্যার সময় ঐ পথ দিয়েই ফিরছিলেন ঐ দম্পতি । একটা রিক্সা দেখেই সেটাতে চড়ে পড়লেন , খেয়াল করেননি ওটা সকালের রিক্সাটাই ।
পথে একটা জায়গায় ভীড় দেখে রিক্সাওলাকে একটু দেখতে বলতেই সে বলল –সকালে বলছিলেন না ওড়না পড়ার দরকার কী ! ঐ দেখুন তার সার্থকতা । ঐ গাছটার নীচের ডালে ঝুলছে সকালের সেই মেয়েটা তার ওড়নাটা গলায় জড়িয়ে গাছের ডালে বেঁধে । তার ক্ষোভ -অভাব -লজ্জ্বা সবকিছুর অবসান ঘটিয়েছে ঐ ওড়নাটা দিয়ে ,সার্থকভাবে ।
বৃদ্ধা কুপিতভাবে বললেন বেল্েল্লাপনার পরিণতি
বৃদ্ধ ধবললেন না ,দোষ ওড়নার,না সমাজের ,জানিনা তবে ওরনা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৬/১০/২০২০চমৎকার