বড় ক্লান্ত লাগে
বড় ক্লান্ত লাগে ঃবিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
(এক স্বাধীনতা সংগ্রামীর বিলাপ)
বড় ক্লান্ত ,ক্লান্ত লাগে ওহে সখি
শুনি বটে গান গায় ঝরা আমলকী,
তবুও ধরিতে পািনা সেসুর,
মন যেন আজ নেশায় চুর ,
দূর র্থেকে দেখি ছোটে রেসের জকি ৷
বড় ক্লান্ত ক্লান্ত লাগে সখি ৷
বড় ক্লান্ত ক্লান্ত বুঝি সখি
তাই আজ থেকে থেকে প্রলাপ বকি ,
বুলেটের কুঁচিগুলো ভ’রে আছে বুক
জীবনেরজয়গানে পায়নাকো সুখ
তবুও জনতার ডকে উঠি চমকি
তাই বড় ক্লান্ত লগে সখি ৷
বড় ক্লান্ত অবসন্ন লাগে সখি ,
স্বপ্ন সব ঝরে যায়,ঝরে আমলকী,
যৌবনের সব তেজ আজ সখি শেষ
চিন্তায় পড়েছি আজ জড়তার বেশ ,
মানুষ চালাক আজ নেয় নাকো ঝুঁকি
তাইবড় ক্লান্ত ,ক্লান্ত লাগে সখি
বড় ক্লান্ত লাগে,ক্লান্ত লাগে সখি
বুকের বেদনা কোথা বল রাখি
দেশ জাতি মিথ্যে আজ সত্য নিজ লোভ
অপরের উন্নতিতে জগে ঈর্ষা ক্ষোভ
দেশ জাতি তুচ্ছ চায় শুধু নিজ সম্পদ
না পেলেই সন্ত্রাস ,সৎ হয়ে বাঁচা বিপদ
পদেপদে শুধু দেখি কত শত ঝুঁকি
বড় ক্লান্ত ক্লান্ত লগে আজ সখি ।
(এক স্বাধীনতা সংগ্রামীর বিলাপ)
বড় ক্লান্ত ,ক্লান্ত লাগে ওহে সখি
শুনি বটে গান গায় ঝরা আমলকী,
তবুও ধরিতে পািনা সেসুর,
মন যেন আজ নেশায় চুর ,
দূর র্থেকে দেখি ছোটে রেসের জকি ৷
বড় ক্লান্ত ক্লান্ত লাগে সখি ৷
বড় ক্লান্ত ক্লান্ত বুঝি সখি
তাই আজ থেকে থেকে প্রলাপ বকি ,
বুলেটের কুঁচিগুলো ভ’রে আছে বুক
জীবনেরজয়গানে পায়নাকো সুখ
তবুও জনতার ডকে উঠি চমকি
তাই বড় ক্লান্ত লগে সখি ৷
বড় ক্লান্ত অবসন্ন লাগে সখি ,
স্বপ্ন সব ঝরে যায়,ঝরে আমলকী,
যৌবনের সব তেজ আজ সখি শেষ
চিন্তায় পড়েছি আজ জড়তার বেশ ,
মানুষ চালাক আজ নেয় নাকো ঝুঁকি
তাইবড় ক্লান্ত ,ক্লান্ত লাগে সখি
বড় ক্লান্ত লাগে,ক্লান্ত লাগে সখি
বুকের বেদনা কোথা বল রাখি
দেশ জাতি মিথ্যে আজ সত্য নিজ লোভ
অপরের উন্নতিতে জগে ঈর্ষা ক্ষোভ
দেশ জাতি তুচ্ছ চায় শুধু নিজ সম্পদ
না পেলেই সন্ত্রাস ,সৎ হয়ে বাঁচা বিপদ
পদেপদে শুধু দেখি কত শত ঝুঁকি
বড় ক্লান্ত ক্লান্ত লগে আজ সখি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।