সময়
তুমি কেমন এগিয়ে চলেছ অনায়াসে
অনাদি অনন্তকাল ধ’রে
অথচ আমরা পর্যুদস্ত সেথা পা মেলাতে
তাই হাহাকার উঠে ঘরে ঘরে ।
ওরা বলে শুধু ছোটা নয়
কাজ চায় প্রতিটি পদক্ষেপে
হোক সে দ্রুত বা মৃদু লয়
না হয় যেন কোন অপচয়
এই নির্দেশ দাও সংক্ষেপে ।
কিন্তু আমিতো পারিনা সহজে সিদ্ধান্ত নিতে
তাই পরিনা তোমার দাম দিতে
আর প্রকৃতির খেয়াল বুঝতে
তাই হামেশাই হয় নিজেকে বলি দিতে ।
তবু বলব তুমি ওভাবেই আগাও
কারো সঙ্গ পাও বা নাা পাও ৷
অনাদি অনন্তকাল ধ’রে
অথচ আমরা পর্যুদস্ত সেথা পা মেলাতে
তাই হাহাকার উঠে ঘরে ঘরে ।
ওরা বলে শুধু ছোটা নয়
কাজ চায় প্রতিটি পদক্ষেপে
হোক সে দ্রুত বা মৃদু লয়
না হয় যেন কোন অপচয়
এই নির্দেশ দাও সংক্ষেপে ।
কিন্তু আমিতো পারিনা সহজে সিদ্ধান্ত নিতে
তাই পরিনা তোমার দাম দিতে
আর প্রকৃতির খেয়াল বুঝতে
তাই হামেশাই হয় নিজেকে বলি দিতে ।
তবু বলব তুমি ওভাবেই আগাও
কারো সঙ্গ পাও বা নাা পাও ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৫/১০/২০২০দারুন