www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লোড শেডিং

আমি কি একখণ্ড বরফ চাইতে পারিনা ?
হয়তো ফ্রিজ ছিলনা ঘরে ,
হয়তোবা থাকতে নেই আমার ফ্রিজ ।
একখণ্ড বরফ , তা ও সবার অধিকার
তোমার,আমার, তাবৎ সকল মানুষের ।
এই চৈত্রের খরা পিরিত দুপুর বেলায়
তৃষ্ণায় আমারও আত্মা
আর্তনাদ করতে পারে ,
একফোঁটা হিমশীতল জলের জন্য ।
আমার চাওয়াতে তোমার হয়তো
শীতল অনুভূতি গুলো লাফালাফি করছিল
দৃষ্টির অলক্ষ্যে ।
কিন্তু নাকের ডগায় জমে ওঠা লালিমা
সত্যি ই  তোমায় বিপদে ফেলে দিলো
তোমার ইচ্ছার অনিচ্ছায় ।
হয়তো অন্যায় ছিল বরফ চাওয়াতে !
বুঝবে তখন -
যখন লোড শে ডি ং  এ
তোমার ফ্রিজের বরফ খণ্ডগুলো গলে
জল হবে ,
তোমার অশ্রুজল হবে ।

০১-১০-১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ০১/১০/২০১৩
    -সমসাময়িক চেতনাময়-
  • אולי כולנו טועים ০১/১০/২০১৩
    besh sundor.
  • বুঝবে আমাকে একখণ্ড বরফ না দেয়ার পরিণতি
    সুন্দর বর্ণনা দারুণ লেগেছে
  • Înšigniã Āvî ০১/১০/২০১৩
    দারুন তো...
 
Quantcast