www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে এসো মহিন

মহিন তুমি কি চড়াতে গেছো ঘোড়া !
ঘরে তোমার কালের কাঁটার মতো বিছানো বিছানা ।
এপাশ-ওপাশ করে অনন্ত েজ্যাৎস্নার ছায়া ।
বামনের মতো ছোট হাত নিয়ে ছুঁতে পারছেনা ঘরের ইঁদুর ,
কাটছে কাঁথা-চাদর-পাটি ।
এমন কি পাশের বাড়ির কুকুরটাও
ঢুকছে তোমার বেড়ার ঘরের পেছন দিয়ে ।
তোমার ঘোড়া কি কথা কয় মানুষের মতো ?
কি কথা হয় ?
তুমি বোধ হয় বুঝনা ঘোড়ার ভাষা !
মানুষ বোঝে না মানুষের চোখ ।
ফিরে এসো মহিন -
অপেক্ষায় থাকা হাত-পা গুলো বেদখল হলে
বিষণ্ণতায় ভরবে আপাদমস্তক
েজ্যাৎস্নার আলো চুরি হলে , ঘোড়া কি ফিরবে অন্ধকার ঘরে ?
ফিরে এসো
ফিরে এসো ছনের ডেরায় ।

৩০-০৯-১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ৩০/০৯/২০১৩
    খুব সুন্দর
  • ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩
    --দারুণ লাগলো সত্যি--
  • সহিদুল হক ৩০/০৯/২০১৩
    মহিনের ঘোড়াগুলি'নিজস্ব উপলব্ধিতে সুন্দর চিত্রায়ন।
    • বিশ্বজিৎ বণিক ৩০/০৯/২০১৩
      আপনার মন্ত্যব্য ভীষণ উৎসাহ ব্যঞ্জক । ধন্যবাদ ।
 
Quantcast